প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেলপ্যাসিফিক ডেনিমস

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, শেয়ার লেনদেন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সিডিবিএল’র মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার বরাদ্দ সম্পন্ন হলে কোম্পানিটিকে লেনদেনের অনুমোদন দিবে ডিএসই। এর আগে আইপিওতে প্রায় ২১ গুন বেশি আবেদন জমা পড়ে কোম্পানিটির। কোম্পানির উত্তোলনের ৭৫ কোটি টাকার বিপরীতে পনের’শ কোটির ওপরে আইপিও আবেদন জমা পড়ে। জানা যায়, কোম্পানির আইপিও লটারির ড্র ১০ জানুয়ারি, ২০১৭ সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। এদিকে, ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে সকল প্রকার বিনিয়োগকারীরা আবেদন করেন। আর গত ১০ নভেম্বর তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্যাসিফিক ডেনিমসের অনুকূলে এ কনসেন্ট লেটার বা সম্মতি পত্র ইস্যু করেছে। আইপিও’র মাধ্যমে কোম্পানিকে পুঁজিবাজারে ৭ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে বিএসইসি। আইপিওর অর্থে ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, অবকাঠামো উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৬৩ টাকা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৫৯ টাকা। এর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Free IPO Results